Sankars Creation

শ্যামল মিত্রের কবিতা -॥অরণ্য সে গভীর ঘুমে মগ্ন ছিল॥

(পড়াশুনা আর পাশ্চাত্য সঙ্গীত এ অসম্ভব অনুরাগী এই মানুষটি – অবসর জীবনে নিজের মনে লেখা লিখি নিয়ে সময় কাটে তার।বাংলা ও ইংরেজি দুটি ভাষাতেই লিখতে পারেন অনায়াসে। হয়তো বা খুব কম বাঙালীর কলম এ এতো সুন্দর ইংরেজি কবিতা দেখতে পাই আমরা। ফেস বুকের মাধ্যমে তার লেখার সঙ্গে অনেকেই পরিচিত । গভীর অনুভূতিকে কত সুন্দর ভাবে উপস্থাপিত করা যায় তার ই পরিচয় – অরণ্য সে গভীর ঘুমে মগ্ন ছিল কবিতা টি।)

অরণ্য সে গভীর ঘুমে মগ্ন ছিল,
তার গাঢ় সবুজ রাজপ্রাসাদের বুকে;
পারত না সে জানতে মোটেই,
ভোর যে কখন হয়েছিল;
শুধু সূর্য্য থেকে ছিটকে আসা,
দুষ্টু কিছু টুকরো আলো,
চুপি চুপি এসে তারা জাগিয়ে দিল,
অরণ্যকে ডেকে;
অরণ্য যেই উঠল জেগে,
উঠল বাতাস প্রবল বেগে,
পাখীরা সব উঠল ডেকে,
আলোর ছটায় জাগলো আকাশ,
ঘটল প্রাণের তীব্র প্রকাশ,
অশ্রুত এক সকাল আনার গানে;
গাইছে আলো, গাইছে পাখী,
বইল নদী মিষ্টি কলতানে;
আলোর গানের ভৈরবী তান,
রাঙিয়ে দিল সাতটি রঙে নিলীম-বিতান,
প্রাণের গানে ভরল ধরা,
সপ্তসুরের ঐকতানের স্বরে:
অরণ্য সে গভীর ঘুমে মগ্ন ছিল,
তার গাঢ় সবুজ রাজপ্রাসাদের বুকে।

শ্যামল মিত্র

View Comments

There are currently no comments.
Next Post