Sankars Creation

মাধ্যমিকের পর আলজেব্রার ফরমুলা বা ১৩ নম্বর উপপাদ্য কোনটাই আর ব্যবহার হল না। বাড়ির গায়ে কোন এঙ্গলে বাঁশ দাঁড় করালে সেটা কোন থিটার আপ্লিকেশন হবে সেটা না জেনেও দিব্যি কেটে গেল এতগুলো বছর। ভেবেছিলাম ফ্ল্যাট কেনার সময় অন্তত পরিমিতির বর্গফুটের অংকটা কাজে লাগবে কিন্তু প্রোমোটারকে অবিশ্বাস করার স্পর্ধাটাও না দেখাতে পারার জন্য সে অংকটাও করতে হলনা। বাকি রইল পাটিগণিত। ঐকিক নিয়ম, শতকরা, সময় ও দূরত্ব, অনুপাত আর দশমিকের অংক, ভাগশেষ, তিন সংখ্যার গুণ…এগুলোই অল্পবিস্তর কাজে লাগল মাসেরখরচ, ট্রেনের টিকিট, হোটেলের বিল, জুজুর স্কুলের একসাথে তিন মাসের ফি এসব অংক কষতে। বুঝেই উঠতে পারলাম না এমন একটা অকিঞ্চিৎকর (আমার ক্ষেত্রে) বিষয় না পারার জন্য কেনই বা আমি নিজে এতো হীনমন্যতায় ভুগতাম আর কেনই বা আমার এই খামতির জন্য বাবা মা আমার ভবিষ্যৎ নিয়ে এতো আতংকিত থাকতেন!!

View Comments

There are currently no comments.
Next Post