Sankars Creation

রাত গভীর হলে
স্মৃতিগুলো দরজায় কড়া নাড়ে।
গহন গভীর কষ্টের স্মৃতি –
যারা ভুল বুঝে হাত ছেড়ে
ফেলে দিয়ে গেছে আবর্জনায়।
সারা শরীরে ঘৃণা আর নিষ্ঠুরতার
কাদা লেগে থাকে।

জীবনের মানে কি শুধুই অবিশ্বাস আর ব্যথা !
হাসি আর আনন্দে ধরে থাকা হাত গুলো-
সে সবই কি ছিল মিথ্যে ?
সবই কি ছায়াছবির মতো সরে সরে যায় !

শেষবেলার আলোতে ম্লান হয়ে বসে থাকা –
পরের সকালটা যখন সরু সুতোর উপর
বড় অনিশ্চয়তায় একটু জুড়ে থাকে ,
গভীর এক যন্ত্রনা- একটু একটু করে এগিয়ে আসে-
নিজের কথাটা যে কখনোই বলা গেলো না।

Let us enjoy every day as a new year. This site calls for everyone to be in the realm of creation which can be anything- writing, gardening, drawing, origami even some items created for home decoration that gives you satisfaction and makes the day a new year. That gives meaning to life. Let us share our creations on this page.

View Comments

There are currently no comments.
Next Post